ইয়াছিনআরাফাতঃলক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ ১৪জুলাই ভোলাকোট ইউনিয়নের মুক্তারপুর গ্রামে ২শ’পিচ ইয়াবাসহ ইয়াবা লাকীকে গ্রেফতার করে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পি, এস, আই ফারুক, সঙ্গীয় এ,এস, আই মাহবুব,এ,এস,আই,শরীফ কে নিয়ে মুক্তারপুর গ্রামে অভিযান পরিচালনা করে লাকীকে ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে । লাকী মাদক ব্যাবসা জগতে ইয়াবা রানী হিসাবে পরিচিত। সে দীর্ঘদিন এলাকায় মাদককের ব্যবসা করে আসছে বলে রামগঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে।
Post a Comment