২শতাধিক পরিবার লালপুরে পানি বন্দী

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ২শতাধিক পরিবার পানি বন্দী হয়ে পরেছে। বুধবার দুপুরে সরোজমিনে গিয়ে দেখা যায়, পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় গত ১০ দিনের টানা বৃষ্টির পানিতে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের (৪.৫.৬) নং ওয়ার্ডের ওয়ালিয়া পশ্চিম পাড়া, ওয়ালিয়া মধ্য পাড়া ও পূর্বপাড়া ও সেন্টার পাড়ায় গত ৩ দিন যাবত প্রায় ২শতাধিক পরিবার পানি বন্দী হয়ে পরেছেন। পানি বন্দী হওয়ায় পরিবারের লোকজন মালামাল ও গবাদি পশু নিয়ে জনদুর্ভোগ চরমরূপ নিচ্ছে। এছাড়াও ঐ সকল পরিবারের স্কুল গামী শিক্ষার্থীরা প্রতিদিন পানি উপেক্ষা করে জীবনের ঝুকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। এদিকে পানি বন্দী হওয়ায় এলাকায় দেখা দিচ্ছে বিভিন্ন পানি বাহিত রোগ। পানি বন্দী পরিবারের সদস্য রকু, মানিক,খালেক,তুফা,কুফা বলেন, গত কয়েক দিনের পানিতে আমাদের ঘরের মধ্যে পানি ঢুকেছে আমাদের পরিবারের রান্নাসহ সকল কাজ বন্দ হয়ে পরেছে। তারা আরো বলেন, গত কয়েকে বছর আগে সরকারের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিভিন্ন স্থানে পানি নিস্কাশনের জন্য চৌং দেওয়া ছিলো কিন্তু সে সকল চৌং বা ড্রেন বন্ধ থাকায় পানি ঘরের মধ্যে ডুকেছে এখোন আকাশে মেঘ কাটেনি এবার বৃষ্টি হলে ঘরের মালামাল সহ সকল কিছু ডুবে যাবে। তারা বলেন, সংশ্লিষ্ট মহলের মাধ্যমে ড্রেন ও চৌং সংস্কার ও পূর্নস্থাপনের মাধ্যমে পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহন করবেন। যার মাধ্যমে এলাকার পানিবন্দী জনসাধারন উপকৃত হবে। এ ব্যাপারে ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান মাষ্টার বলেন, এই মুহুর্তে সরকারী কোন অনুদান না থাকায় আমি নিজ উদ্যোগে ইতিমধ্যে ধুপইল হলদার পাড়া, ওয়ালিয়া পূর্ব পাড়ায় তৎক্ষনিক ব্যবস্থা হিসেবে পাইপের মাধ্যমে পানি নিস্কাশনের ব্যবস্থা করেছি, আর যে সকল স্থানে পানি বন্দী আছে খুব অল্প সময়ের মধ্যে তা নিস্কাশনের ব্যবস্থা করা হবে।
Post a Comment