ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬ ডাকাত আটক
মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছোরা,কাটার মেশিনসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সম্প্রতি ০৩ আগস্ট শুক্রবার রাতে পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পীরগঞ্জ উপজেলার সেনুয়া বাজার এলাকা থেকে একটি প্রাইভেট কার সহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের ওমর ফারুক ওরফে রাজু ওরফে রাজিব(২৮), গোপালগঞ্জ জেলার ফিরোজ হোসেন(৩৮),বগুড়া জেলার জাকিরুল ইসলাম(২৮),ঝালকাঠি জেলার মোঃ দেলেয়ার(৪৫),ফরিদপুর জেলার মোঃ বাদশা(২৯),বরগুনা জেলার নাইমুল ইসলাম কিবরিয়া(২৮)।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুজ্জামান বলেন,‘পীরগঞ্জের রাজিব এর নেতৃত্বে সংগঠিত হয়ে বিভিন্ন বাসা-বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। এসময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুকতি আইনে মামলা করা হয়েছে।’
Post a Comment